টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেছেন ১২ কাউন্সিলর। মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর তারা এ আবেদন করেন।
লিখিত ওই অভিযোগে জানা যায়, ঘাটাইল পৌরসভায় সহকারী লাইসেন্স পরিদর্শক পদে একজন লোক নিয়োগ করা হচ্ছে। অথচ বর্তমানে পৌরসভায় কোনো লোক নিয়োগের প্রয়োজন নেই। যে জনবল আছে তা দিয়েই কার্যক্রম যথাযথভাবে চলে আসছে। কর্মকর্তা- কর্মচারীর সংখ্যা বেশি হলে সবার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। নিজস্ব রাজস্ব হতে যা আয় হয় তা দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয় না। বর্তমানে করোনা ভাইরাসের কারণে রাজস্ব আয় অনেক কমে গেছে। এরই মাঝে লোক নিয়োগ দেওয়া সমীচীন নয়। কিন্তু মেয়র অসৎ উপায়ে অর্থ বাণিজ্যের জন্য তার নিকট আত্মীয় রাসেল মিয়াকে সহকারী লাইসেন্স পরিদর্শক পদে নিয়োগ দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করছেন। নিয়োগ বিষয়ে কোনো কাউন্সিলরকেক জানানো হয়নি। অন্যদিকে প্রায় ১০ মাস ধরে পৌর পরিষদে আনুষ্ঠানিকভাবে কোনো সভা হয়নি। এ কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.