![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Ff7d7c9c0-06da-4f90-9135-c2f6c08d1545%252Fdeath.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শ্বশুর ধার মেটাননি, ক্ষোভে বেড়াতে আসা শ্যালককে হত্যার কথা স্বীকার দুলাভাইয়ের
গাজীপুর সিটি করপোরেশনের বাসন মোগরখাল এলাকায় বগুড়া থেকে বেড়াতে আসা কিশোর শ্যালককে হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহার আলী ওরফে সোহান (২৮)। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দির গোয়ালবাতান গ্রামে। নিহত কিশোরের নাম রানা আহমেদ (১৬)। সে একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাসেম প্রামাণিকের ছেলে। গতকাল সকালে মোগরখাল এলাকার একটি সীমানাপ্রাচীরের পেছনের জমি থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়।