খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফজরের নামাজের পর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মেরুং পুলিশ ফাঁড়ির সামনে মুজিব চত্বরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
স্থানীয়দের ধারনা, মেরুং বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ নোমানের ভাস্কর্য বিরোধী বক্তব্যে উৎসাহিত হয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে করার চেষ্টা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ফজরের আজান শেষে বাজারের পাহারাদাররা চলে যাওয়ার পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।
পুলিশ বলছে, অতিরিক্ত কুয়াশা এবং প্রতিকৃতির উত্তর পাশে মাল বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা ফাঁড়ি থেকে দেখা যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.