পাথর মেরে শিশু হত্যা : আসামি তিনদিনের রিমান্ডে
সুনামগঞ্জ শহরের গুজাউড়া হাছননগরে চার বছরের শিশু এনামুল হক মুসার (তালহা) মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হালিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) আব্দুল হালিমকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। এ সময় বিচারক কুদরত ই এলাহী তার জামিন না মঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, গত ১১ ডিসেম্ভর সুনামগঞ্জ পৌর শহরের গুজাউরা এলাকার নুরুল হকের ছেলে শিশু তালহা দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া নেশাগ্রস্ত আব্দুল হালিম প্রথমে তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর একটি ভারী পাথর দিয়ে তালহার মাথায় পাঁচবার আঘাত করেন। এতে শিশুর মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়।