You have reached your daily news limit

Please log in to continue


করোনার মধ্যে ব্যয়বহুল গাড়ি কিনে আলোচনায় তিন নায়িকা

২০২০ সাল অর্থাৎ মহামারির বছর। এই বছরটা সবারই খুব বাজেভাবে কেটেছে। ঘরবন্দি জীবন কাটাতে হয়েছে সারাবিশ্বকেই। এই বছরের অধিকাংশ সময়ই মানুষের কেটেছে কর্মহীনতায়। করোনা মহামারিতে ঘরবন্দি থেকেছেন দেশের শোবিজ তারকারাও। তাই বলে শখ পূরণে ঘাটতি রাখেননি তারা। বিলাসি জীবনযাপনে অনেকেই এগিয়ে ছিলেন। তিনজন নায়িকা নতুন মডেলের গাড়ি কিনে আলোচনায় আসেন এ বছর। ‘গ্ল্যামার কন্যা’খ্যাত পরীমনির গাড়ি-বিলাস নতুন কিছু নয়। বিভিন্ন সময় গাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। চলতি বছর সাড়ে তিন কোটি টাকার ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি গাড়ি কেনেন তিনি। রয়েল ব্লু রঙের এই গাড়ি তার সংগ্রহশালা সমৃদ্ধ করবে এতে কোনো ভুল নেই। মাঝখানে একটি নীল রঙের এন্টিক গাড়ি, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চারও কিনেছেন এই নায়িকা। আর এ সবই তার ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন