You have reached your daily news limit

Please log in to continue


এখনো ফল পাল্টানোর কল্পনায় ট্রাম্প, হোয়াইট ছাড়তে অস্বীকৃতি জানাতে পারেন

নির্বাচনের ফল পাল্টে চেষ্টায় এখনো মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নানাবিধ কৌশলের চেষ্টা করছেন। তার কয়েকজন উপদেষ্টাসহ ঘনিষ্ঠদের আশঙ্কা ক্ষমতার শেষ দিনগুলোতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারেন ট্রাম্প। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনর এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরেছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা গতকাল সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘কেউই জানেন না সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে। কেননা, নিয়ম অনুযায়ী ট্রাম্প আরও প্রায় একমাস ক্ষমতায় রয়েছেন।’ প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী সিডনি পওয়েল, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিশেল ফ্লিন, এক সময়ের কৌশলপ্রণেতা স্টিভ ব্যানন ও বাণিজ্য উপদেষ্টা পিটার ন্যাভারোর মতো ‘ধুরন্ধর’ ব্যক্তিদের সম্প্রতি ওভাল অফিসে যাতায়াত করতে দেখা গেছে। এছাড়াও, গতকাল ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি ও সিডনি পওয়েলকে এক সঙ্গে আবারও দেখা গেছে হোয়াইট হাউসে। অনেকের আশঙ্কা, ট্রাম্পকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্র করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন