You have reached your daily news limit

Please log in to continue


কোনো কিছু নিয়ে অনুশোচনা বা আফসোস নেই তাঁর

এটা করা যাবে না, সেটা করা যাবে না—এমন অনেক কথা শৈশব থেকেই প্রতিদিন শুনতে হয়েছে অভিনেত্রী নাজিরা মৌকে। কঠোর নিয়মনীতির মধ্যেই তাঁর বেড়ে ওঠা। সেই পরিবার থেকে কল্পনাও করেননি তাঁর অভিনয়ে আসা হবে। সেই মৌ এখন চলচ্চিত্র অভিনেত্রী। এমনকি মা–বাবা তাঁকে উৎসাহ জোগাচ্ছেন অভিনয়ে। তবে বাণিজ্যিক নাচ–গানের ছবিতে অভিনয়ের ক্ষেত্রে আছে বারণ। ২০০৬ সালে মডেল হিসেবে বিনোদন জগতে পা রাখেন মৌ। তিনি হেঁটেছেন র‍্যাম্পেও। ২০১৫ সালের শুরুর দিকে প্রথম নাটকে অভিনয় করেন। পরে প্রস্তাব পান চলচ্চিত্রের। ছবির কথা পরিবারে বললে মা–বাবা প্রথমে না করেন। মা–বাবাকে তিনি জানান, ছবিটি পরিতোষ বাড়ৈর নরক নন্দিনী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হচ্ছে। চিত্রনাট্য পড়ে মা–বাবা মৌকে উৎসাহ দেন। তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা আমাকে খুব বেশি নাচ-গানের ছবিতে দেখতে চান না। এসব ছবিতে যুক্ত হওয়ার ব্যাপারে তাঁরা নিরুৎসাহিত করেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন