যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য পাকিস্তানে বিধিনিষেধ

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১৩:৩৯

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ওপর বিধিনিষেধ জারি করেছে পাকিস্তান। দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল দপ্তর বলেছে, ২২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে। ১০ দিনের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছেন বা যুক্তরাজ্যে ছিলেন, এমন লোকজনের ওপর এই বিধিনিষেধ জারি করা হবে।

জিয়ো টিভির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, ট্রানজিট যাত্রী যাঁরা যুক্তরাজ্যে যাননি, তাঁরা পাকিস্তানে ভ্রমণের অনুমতি পাবেন। যুক্তরাজ্য ভ্রমণ করেছেন ও পাকিস্তানের পাসপোর্ট রয়েছে, এমন ব্যক্তিদের যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও