![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/22/og/132621_bangladesh_pratidin_ariyana.png)
বাগদানের ঘোষণা দিলেন আরিয়ানা গ্রান্ডে
প্রেমিক ডাল্টন গোমেজের সাথে জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্ডে বাগদানের ঘোষণা দিয়েছেন। ডাল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
প্রেমিকের সঙ্গে আরিয়ানা এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই আছেন। গতকাল সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার বাগদানের খবরটি দিয়েছেন আরিয়ানা।