মুখভর্তি তিল দূর করুন ঘরোয়া উপায়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:১৮
প্রত্যেকের শরীরেই কমবেশি তিল বা আঁচিল আছে। শরীরের যেকোনো জায়গায় এগুলো দেখা দিতে পারে। অনেক সময় অবাঞ্চিত তিল বা আঁচিল আমাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। মুখে একাধিক তিল অনেকেরই পছন্দ নয়।
অনেকেই অবশ্য লেজারের মাধ্যমে এখন অতিরিক্ত তিল দূর করে থাকেন। যদিও তা ব্যয়বহুল। তবে কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বাড়িতে থেকেই আপনার অপছন্দের তিল বা আঁচিল সহজেই দূর করতে পারেন।