কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফসলের মাঠে বেড়েছে বকের আনাগোণা

বাংলাদেশ প্রতিদিন লাকসাম প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:২৭

‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ। ওই খানেতে বাস করে কানাবগীর ছা।’ সেই কানাবগী খাবারের খোঁজে নেমে আসে কৃষকের ফসলের জমিতে। বিশেষ করে শীতের শুরুতে বোরো চাষের প্রস্তুত করা জমিতে।

এক পা তুলে অপেক্ষা করে। মাছ বা পোকা দেখলে লম্বা গলা বাড়িয়ে দেয়। এই চিত্রের দেখা মেলে কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের ফসলের মাঠে। ফসলের মাঠে পড়া বকের ঝাঁক মানুষের উপস্থিতিতে ভোরের কুয়াশা ভেদ করে আকাশে উড়াল দেয়। গত বছর মাঠে কানি বক কম দেখা গেলেও এবার এর সংখ্যা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও