গাড়িতে লুকানো ছিল ৭১ কোটি টাকার সোনা
মালির দক্ষিণাঞ্চলে কাস্টমস কর্মকর্তারা ৮৫ লাখ ডলার মূল্যের সোনা উদ্ধার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭১ কোটি টাকার বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঐসব সোনা একটি গাড়ির ভিতরে লুকিয়ে রাখা ছিল। ১৪৩ কিলোগ্রাম (৩১৫ পাউন্ড) সোনা পার্শ্ববর্তী দেশ গিনিতে নেয়া হচ্ছিল।
মালির সীমান্তে দেশটির কর্মকর্তারা প্রায় স্বর্ণ উদ্ধার করে থাকে। দেশটির কাস্টমস সার্ভিসের ডেপুটি মহাপরিচালক আমিদোউ ফকৌরৌ বাকাগা বলেন, শনিবার রাতে উদ্ধার করা ৮৮ বার সোনা ‘কাস্টমস কর্মকর্তাদের অজ্ঞাতে রপ্তানি করা হচ্ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- গাড়ি
- স্বর্ণ উদ্ধার