জীবনের ঘানি টানাটা আর কতটা কাল
জীবনের ঘানি টানা মানুষকে অনেকদিন ধরে দেখছি। যাদের জীবন মৃত্যুর সাথে প্রতিদিন লড়ছে। সে জীবনে আকাশকে ছোয়ার সাধ আছে, সাধ্য নেই। সেখানে টানাপোড়েনের বাঘবন্দী খেলা আছে, পালাবার পথ নেই। ঘানি টানা কথাটা মনে করতেই চোখে ভেসে উঠলো ইতিহাস। একটা ফেলে আসা ধূসর সময়।
সে সময়টাতে তেলবীজ থেকে তেল উৎপাদনের কোনো প্রযুক্তিগত যন্ত্র বা মেশিন তৈরী হয়নি। ঘানিকে কেন্দ্র করে একদল জীর্ণ শীর্ণ হত দরিদ্র মানুষ তেল উৎপাদন শুরু করে। তেল উৎপাদনের জন্য কাঠের গুঁড়ির ভিতরে তেলবীজ রেখে কাঠের দন্ডটিকে চারপাশে চক্রাকারে ঘোরানো হতো।
- ট্যাগ:
- মতামত
- পলায়ন
- টানাপোড়েন
- প্রযুক্তিগত সক্ষমতা