ইলিশ যাবে ইউরোপ–আমেরিকা

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০০

মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন চেয়ে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে ২৬টি প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। এ জন্য মৎস্য অধিদপ্তরের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হলেও তা আছে ১২ প্রতিষ্ঠানের, বাকি ১৪ প্রতিষ্ঠানের নেই।

জানা গেছে, আবেদনকারীদের প্রায় সব প্রতিষ্ঠানের সঙ্গেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। তেমনই একজন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান ওরফে পান্না, যিনি বর্তমানে খান ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে গত মাসে আবেদন করেছেন। এতে তিনি নিজেকে ‘দীর্ঘদিন ধরে হিমায়িত মাছ রপ্তানির সঙ্গে সম্পৃক্ত’ বলে উল্লেখ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও