মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়ে গেছে ভারতের কলকাতার লালবাজারে। আবার পুলিশের অভিযানেও ঢিলেঢালা ভাব চলে এসেছে। তবে দুর্ঘটনা রোধে আবারও তৎপর হয়েছে পুলিশ। কোনো চালককে মদ্যপ মনে হলেই আটক করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। করোনার কারণে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার বন্ধ থাকায় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করেছে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি সপ্তাহে বড়দিনের উৎসবের আগেই মদ্যপ চালকদের বিরুদ্ধে রাতের এই বিশেষ অভিযান শুরু হবে। কারণ, বড়দিন এবং বর্ষবরণের উৎসবের এই সময়ে গাড়ি ও মোটরবাইক চালকদের একটি বড় অংশই মদ্যপ অবস্থায় রাস্তায় বের হন। এ ছাড়া গত কয়েক দিনের কয়েকটি দুর্ঘটনা থেকেও তা অনুমান করছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.