দল ভাঙার পথে ওলি
সরকার ভেঙে এ বার নিজের দল নেপালের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধেই সরব হলেন কে পি শর্মা ওলি। দলের অপর প্রধান পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড আলাদা বৈঠক করে ওলির সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং খামখেয়ালি আখ্যা দিয়ে ওলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রস্তাব আনলেও ওলি তাকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর দাবি, তাঁকে বাদ দিয়ে দলের কোনও বৈঠক ডাকা হলে সেটাই অবৈধ। ‘চক্রান্তকারীরা’ তাঁর সরকার ফেলতে চাইছিল বলেই তিনি সরকার ভেঙে নতুন করে ভোটের প্রস্তাব পাঠিয়েছিলেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সেই প্রস্তাব অনুমোদন করেছেন। এ বার সিপিএন ভেঙে নতুন দল করার হুমকি দিলেন ওলি।
প্রচণ্ড বনাম ওলির ক্ষমতার লড়াই নেপালে নতুন নয়। এর আগেও অন্তত তিন বার সরকার পড়ার উপক্রম হয়েছিল। প্রতি বার প্রচণ্ডের নেতৃত্বে দল ওলিকে চ্যালেঞ্জ জানিয়েছে। এ বার নিজেই সরকার ভেঙে দলকে বিপাকে ফেলে দিলেন ওলি, যাঁর মাথায় চিনের হাত রয়েছে বলে মনে করা হয়। ক্ষমতায় এসে একের পর এক ভারত-বিরোধী পদক্ষেপ করে নিজের দলকে চটিয়ে ফেলেছিলেন ওলি। তাঁর হয়ে প্রতিবার মাঠে নেমে সরকারের পতন ঠেকিয়েছেন সেখানকার চিনা রাষ্ট্রদূত।