মোচোম্যান: বোমার আঘাতে মানুষ থেকে ‘সুপারম্যান'
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ২১:৩৪
২০১১ সালের ১২ নভেম্বর৷ কলম্বিয়ায় তুমুল গৃহযুদ্ধ চলছে৷ প্রেসিডেন্ট হোসে মানুয়েল সান্তোস ফার্স বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে পাঁচ দশক ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানের চেষ্টা করে চলেছেন আপ্রাণ৷ ফ্লোরিয়ানের জীবনে সেদিনই নেমে আসে সবচেয়ে বড় বিপর্যয়৷
বড় ভাই সেনা সদস্য বলে কৈশোরে তাকে ধরে নিয়ে গিয়েছিল ফার্স বিদ্রোহীরা৷ পরিবারের সবাই পড়েছিল ডানপন্থিদের হামলায় নিহত হওয়ার আশঙ্কায়৷ সেনা সদস্যের ছোট ভাই ফ্লোরিয়ান যে ইচ্ছার বিরুদ্ধে ফার্স-এ যোগ দিতে বাধ্য হয়েছে, তা তো ডানপন্থিরা বুঝতো না৷ বরং পরিবারের ইচ্ছায় ফার্স-এ যোগ দিয়েছে ধরে নিয়ে মা-কেও হয়ত মেরে ফেলতো৷
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- সাইকেলিং
- অদম্য মেধাবী