বিক্ষোভ নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশের বাড়াবাড়ি
জর্জ ফ্লয়েড এবং ব্রেওনা টেলর হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে যে নিষ্ঠুরতার যে অভিযোগ উঠেছিল, তার সত্যতা উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে৷
জর্জ ফ্লয়েডের প্রকাশ্যে পুলিশি নির্যাতনে মৃত্যুর পর প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েছিল নিউইয়র্ক৷ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন ছড়িয়ে পড়েছিল নিউইয়র্ক থেকে সারা যুক্তরাষ্ট্র হয়ে বিভিন্ন দেশে৷ ফ্লয়েড মারা যান গত ২৫ মে, মিনিয়াপোলিসে৷ বিক্ষোভ আন্দোলন চলার সময় বেরিয়ে আসে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেলরের নিহত হওয়ার খবর৷ ২৬ বছর বয়সি ব্রেওনাকে গত ১৩ মার্চ লুইসভিলের অ্যাপার্টমেন্টে ঢুকে গুলি করে হত্যা করে সাদা পোশাকের পুলিশ৷ ১৫ মে তার বাবা মামলা করেন৷‘ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন আরো তুঙ্গে ওঠে৷