ইসলামে বড়দের প্রতি সম্মান ও মর্যাদা (শেষ পর্ব)
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
ইসলামে বড়দের প্রতি সম্মানের ব্যাপারে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এই নিয়ে ডেইলি বাংলাদেশে থাকছে বিশেষ আয়োজন। আজ থাকছে এর শেষ পর্ব। আগের পর্বে ইসলামে বড়দের সম্মানে ব্যাপারে যা যা বলা হয়েছে সেসব নিয়েই আলোচনা করা হয়েছে। চলুন আজ ইসলামে এই ব্যাপারে আরো কি কি বলা হয়েছে জেনে নেই-
স্যার সায়্যিদ আহমাদ খাঁর একটি ঘটনা। এখন তো সে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর সঙ্গে হবে তার মুআমালা (বোঝাপড়া)। তবে বাস্তব কথা হলো, সে ইসলামি আকিদা-বিশ্বাসের ভেতরে যে বিকৃতি সাধন করেছে তা বড়ই ভয়ানক। তবে যেহেতু প্রথমে বুযুর্গদের সান্নিধ্যে ছিল এবং আলেমও ছিল, এ জন্য তার চরিত্র ভালো ছিল।
- ট্যাগ:
- ইসলাম
- জীবন ব্যবস্থা
- মর্যাদা
- সম্মান