‘১ মণ মুলা বেচে ১০০ গ্রাম চালও হচ্ছে না’
শীতকালীন সবজি মুলা চাষ করেছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার কৃষক। কিন্তু মুলা কেউ কিনতে না আসায় হতাশায় পড়েছেন হাজারও কৃষক। ফ্রি দিলেও কেউ মুলা নিচ্ছেন না।
এদিকে জমি পরিষ্কার করতে না পারায় একই জমিতে আলু রোপণে দেরি হয়ে যাচ্ছে। কারণ মুলার কোনো ক্রেতা নেই। যারা আসছেন প্রতি মণ ১০-১৫ টাকা বলছেন। ফলে মুলাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জেলার কৃষকদের। আলু রোপণের স্বার্থে তারা এখন পাইকারদের বিনামূল্যে মুলা দিয়ে দিচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চাল
- শীতকালীন সবজি
- মূলা
- দাম কম