এক কাজ করতে দুই সংস্থা
পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে তিন দশক আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মতো আরেকটি প্রতিষ্ঠান খুলতে চায় শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের নাম ‘বাংলাদেশ কোয়ালিটি কাউন্সিল’।
এটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, পণ্য ও সেবার গুণগত মানের উন্নয়ন করা। অথচ বিএসটিআই গঠনের মূল লক্ষ্যও একই, পণ্য ও সেবার মান ঠিক করে দেওয়া। একই কাজের জন্য নতুন প্রতিষ্ঠান চালুর প্রয়োজনীয়তা কেন দেখা দিল, তা নিয়ে খোদ বিএসটিআইই প্রশ্ন তুলেছে।