![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmim-20201221145623.jpg)
নতুন বছরে তাহসান-মিমের চমক
জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে বেশ সমাদৃত জুটি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। নাটক ও বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন দুজন। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করছেন তারা।
নাটকটির নাম ‘হ্যালো বেবি’। এই নাটকে আরও অভিনয় করছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিত পাওয়া জিয়াউল হক পলাশ। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে।