পাহাড়ে পথ হারিয়ে ৯৯৯–এ ফোন, গেল হেলিকপ্টার
কক্সবাজারের ছেলে অভীক পাল ও তাঁর তিন বন্ধু যখন হিমছড়ির দিকে যাত্রা শুরু করেন, ঘড়িতে তখন সকাল সাতটা। সোজা পথে না গিয়ে পাহাড়ি পথ ধরে যাবেন এমনটাই ইচ্ছা। কিন্তু অ্যাডভেঞ্চারের শেষটা যে এমন হবে কে জানত?
শেষ পর্যন্ত অভীক ও তাঁর তিন বন্ধু সাইমুম আলম রাফসান, মিজবাহ ও আবির শাহ বাড়ি ফিরতে পেরেছেন। তবে সে জন্য তাঁদের জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর সাহায্য নিতে হয়েছে। শুধু তা–ই নয়, দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাঁদের উদ্ধারে উড়ে যায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও। তা–ও শেষ রক্ষা হয়নি। তাঁদের উদ্ধারে এগিয়ে আসা এক তরুণ গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন।