পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, বাহিনী থেকে ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষ শাপলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি। সেখানে তিনি ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের (এসপি) ব্রিফ করেন।
বেনজীর আহমেদ বলেন, ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে।
আইজিপি আরও বলেন, ‘মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদের তা দেখিয়ে দিয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.