এইবারের মাঠে কাল রাতে সের্হিও রামোসের ট্যাকলটি অনেক দিন মনে থাকবে রিয়াল মাদ্রিদ–সমর্থকদের। নির্ধারিত সময় শেষ হওয়ার তখন প্রায় ৮ মিনিট বাকি। ২-১ গোলে এগিয়ে রিয়াল। স্বাগতিক ডিফেন্ডার পেদ্রো বিগাস একা পেয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।
কিন্তু পাশ থেকে রামোসের নিখুঁত ট্যাকলে সে যাত্রায় দলকে সমতায় ফেরাতে পারেননি বিগাস। পরে রিয়াল আরও একটি গোল পেলেও রামোসের এই ট্যাকল ছিল আলোচনায়। দলের জন্য রামোসের নিজেকে নিংড়ে দেওয়া নতুন কিছু না। এভাবে নিজেকে সমর্পণ করতে গিয়ে ইচ্ছায়-অনিচ্ছায় লাল কার্ড দেখা কিংবা হ্যান্ডবল করা রিয়াল অধিনায়কের জন্য যেন ডাল-ভাত। কালও এমন এক হ্যান্ডবলের কারণে পেনাল্টি হজম থেকে বেঁচে যান রামোস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.