
গত শনিবার জয়পুরহাটে একটি ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর খবর জাতীয় সংবাদমাধ্যমে যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে এবং তা জনমনে যথারীতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিন্তু সেদিনই দেশের ১৪টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১৮ জন মানুষের প্রাণ হারানোর খবরগুলো সংবাদমাধ্যমে ততটা গুরুত্ব পায়নি
, একই সঙ্গে অনেক মানুষের মনে কোনো প্রতিক্রিয়াও সৃষ্টি করেনি। কারণ, সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু এ দেশে নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। একটি দুর্ঘটনায় একসঙ্গে অনেক মানুষের প্রাণহানি না ঘটা পর্যন্ত আমরা নাড়া খাই না। আমরা সড়কে মৃত্যুর ক্রমবর্ধমান মিছিলের দিকে তাকিয়ে থাকি অনেকটাই নির্বিকারভাবে।
- ট্যাগ:
- মতামত
- সড়ক দুর্ঘটনা
- রেলপথ