বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রোববার অন্তত আটটি কাতিউশা রকেট বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে গিয়ে পড়ে, তাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরাকি সামরিক বাহিনী ও মার্কিন দূতাবাস জানিয়েছে।
ইরাকের সামরিক বাহিনী বলেছে, “আইনবিরোধী গোষ্ঠী আটটি রকেট ছুড়েছে।”
অধিকাংশ ক্ষেপণাস্ত্র গ্রিন জোনের আবাসিক কমপ্লেক্সে ও একটি নিরাপত্তা চেকপয়েন্টে আঘাত হানে, এতে বেশ কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একজন ইরাকি সৈন্য আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।