আজ থেকে রিলে অনশনে কৃষকরা, থালা বাজিয়ে প্রতিবাদ ‘মন কি বাত’-এর
দিল্লি সীমানায় কৃষক আন্দোলন আজ ২৬তম দিনে পড়ল। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর আরও চাপ বাড়াতে চান কৃষকরা। তারই অঙ্গ হিসাবে সোমবার থেকে তাঁরা শুরু করছেন রিলে অনশন। দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের যোগ দেওয়ার আবেদন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর পরবর্তী ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ জানানোর জন্যও দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।
রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগন্দ্র যাদব বলেছেন, ‘‘সোমবার থেকে ২৪ ঘণ্টার রিলে অনশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সীমানায় সমস্ত প্রতিবাদস্থলেই শুরু হবে এই অনশন। এক সঙ্গে কমপক্ষে ১১জন থাকবেন অনশনে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কৃষকদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.