![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F21%2Fhabigonj_murder.jpg%3Fitok%3DNWXreTP_)
‘হাওরে ধান রোপণ’ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর হাওরে ধান রোপণ নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত দুজন হলেন সুজাতপুরের গাজীপুর গ্রামের রাজধর মিয়ার ছেলে নূরুল হক (৫০) ও মৃত ওয়াসিদ উল্লার ছেলে ইদ্রিছ মিয়া ওরফে কাঁচা মিয়া (৮০)। এলাকাবাসী ও পুলিশ জানায়, হাওরে বোরো জমিতে ধান রোপণকে কেন্দ্র করে আলাই মিয়া ও নূরুল হকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দু’পক্ষের সংঘর্ষ
- হাওর
- ফসল রোপণ