যেসব নির্দেশনা মানলে বাঁচবে বোরোর বীজতলা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:০১

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই ক্ষতিগ্রস্ত হতে পারে বোরোরে বীজতলা। তবে নির্দেশনা মানলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন কোনও বিষয় নয়। বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনায় ফসলের ক্ষতি কমাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। দেশের কৃষকরা নতুন ধারার কৃষির সঙ্গে পরিচিত হলে বৈরি পরিবেশেও ফসল উৎপাদন ঠিক রাখা সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সাধারণত ডিসেম্বর থেকেই শুরু হয় বোরো মৌসুম। বীজতলা তৈরি এবং বোরো ধানের চারা উৎপাদনের মধ্য দিয়ে কৃষক ধান উৎপাদনের কাজ শুরু করে। এখন দেশের প্রধান ধান উৎপাদন মৌসুম হিসেবে বোরো মৌসুমকেই বিবেচনা করা হয়।

রবিবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৩ দশমিক ৫, ময়মনসিংহ ১০ দশমিক ৫, চট্টগ্রামে ১৩ দশমিক ২. সিলেটে ১১ দশমিক ৭ রাজশাহীতে ১০দশমিক ৪, রংপুরে ১১, খুলনায় ১০ দশমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও