৬ সেকেন্ডে গোল
খেলা সবে শুরু। কিক অফের পর এক সতীর্থ বাঁ দিকে বল বাড়ালেন। সেখান থেকে বল ধরে শাঁ করে একজন ঢুকলেন ডি বক্সে, ডান পায়ের দারুণ শট, গোল। সময় লাগল তাতে মাত্র ৬ সেকেন্ড।
ইতালিয়ান সিরিআতে রোববার রাতে এমন গোল করে রেকর্ড গড়েছেন এসি মিলানের তরুণ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। ইতালিয়ান লিগে দ্রুতততম গোল এটি।
এদিন এসি মিলান মাঠে নেমেছিল সাসুলোর বিরুদ্ধে। কিক অফের পর হাকান চালহানোগলু বল নিয়ে কিছুটা এগিয়ে বাঁ দিকে বাড়ান লেয়াওকে। বিনা বাধায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন সাসুলো গোলরক্ষককে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- গোল
- ইতালিয়ান সিরি’আ লিগ
- এসি মিলান