You have reached your daily news limit

Please log in to continue


৮০০ বছর পর কাল দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

২০২০ সালের ২১ ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দৃশ্যের দিন হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। কেননা, বহু বছর বাদে আগামীকাল সোমবার ‘বৃহস্পতি’ ও ‘শনি’ গ্রহ পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। প্রসঙ্গত, আগামীকাল সব চেয়ে ছোট দিনও। খবর জি নিউজের। Nehru Planetarium-এর Director Arvind Paranjpye জানান, আগামীকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটে (11.50pm)Jupiter ও Saturn এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে! এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দু'টি গ্রহ এত কাছাকাছি এসেছিল। কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন