চলতি বছরের সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকার শীর্ষস্থানে রয়েছে ৯ বছর বয়সী রায়ান কাজী। ২০২০ সালে ইউটিউব থেকে সে আয় করেছে ২৯.৫ মিলিয়ন ডলার বা ২৫১ কোটি টাকা।
অবশ্য যারা রায়ান সম্পর্কে জানেন, তাদের কাছে রায়ানের এ কীর্তি নতুন নয়। কেননা ২০১৮ সালেও শীর্ষ আয়কারী ইউটিউবারের তকমা জিতে নিয়েছিল রায়ান। এমনকি তার আগের বছর অর্থাৎ ২০১৭ সালে যখন তার বয়স সবেমাত্র ৭ বছর, তখনও ইউটিউব থেকে আয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছিল রায়ান। ২০১৯ সালে ইউটিউব থেকে রায়ান আয় করেছিল ২৬ মিলিয়ন ডলার বা ২২১ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা রায়ান আয়ে শীর্ষ ইউটিউবারদের শীর্ষস্থানটা টানা তৃতীয়বারের মতো দখলে রেখেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.