সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে বঙ্গোপসাগরে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিলেন দুইশ’ পর্যটক। দুই ঘণ্টার বেশি সময় সাগরে ভাসার পর স্পিডবোট ও ট্রলারে দ্বীপে ফিরে যেতে হয়েছে তাদের।
রোববার বিকেলে টেকনাফ-সের্ন্টমার্টিন রুটে চলাচলকারী ‘এসটি ভাষা শহীদ সালাম’ নামে পর্যটকবাহী জাহাজটি এ দুর্ঘটনার কবলে পড়ে।
দ্বীপে বেড়াতে আসা পর্যটক সায়েদ আলমগীর বলেন, জাহাজটি ধীরে ধীরে মিয়ানমার জলসীমার দিকে ভেসে যাচ্ছে দেখে আতঙ্কিত পর্যটকদের মাঝে কয়েকজন জাতীয় সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। পরে সেন্টমার্টিন কোস্টগার্ড, পুলিশ ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় জাহাজ থেকে পর্যটকদের সন্ধ্যার দিকে কাঠের নৌকায় করে তীরে আনা হয়। ৯৯৯-এর সহযোগিতা না পেলে হয়ত আমরা মিয়ানমার জলসীমা অতিক্রম করে সেদেশের সীমান্তক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হতাম।
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপ থেকে দুই শতাধিক পর্যটক নিয়ে একটি পর্যটকবাহী জাহাজ টেকনাফে ফেরার পথে মাঝ পথে সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসা হয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.