You have reached your daily news limit

Please log in to continue


অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে একে স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

অর্থ আত্মসাতসহ ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বরিশাল নগরীর আছমত আলী খান (একে) ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক এইচএম জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি এবং ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে তা আত্মসাৎ এবং অকৃতকার্য ছাত্রদের কাছ থেকে উত্তোলনকৃত মোট পাঁচ লাখ টাকা আত্মসাতসহ ১০টি অভিযোগ ওঠে। আনিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শিক্ষক ও কর্মচারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব করে কর্তৃপক্ষের কাছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্কুলের অফিস সহকারী জামাল হোসেন সন্যামত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ম্যানেজিং কমিটি সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন