![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F45ec11cc-9d1b-468f-8447-7cc9e69d7912%252FKISHORGONJ_DH0557_20201220_BHAIRAB_PIC_JPG.JPG%3Frect%3D0%252C19%252C1033%252C542%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এক ঘণ্টার চেষ্টায় নৌকায় উঠল ৪৬ কেজির বাগাড়
আজ রোববার সকাল আটটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর মৎস্য আড়তে ৪৬ কেজি ওজনের মাছটি আনেন কুতুব মিয়া। সঙ্গে সঙ্গে আগ্রহী জনতার ভিড় লেগে যায়। দামদর শেষে বেলা ১১টার দিকে সুজন মিয়া নামের কুলিয়ারচরের এক ব্যবসায়ী ৬৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।