তিনি মাঠে নামলেই ধারাভাষ্যকারেরা দুঃস্বপ্ন দেখা শুরু করবেন

প্রথম আলো স্পেন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১৮:৩০

এ মৌসুমে চোটাঘাতে ভুগছে বহু দল। করোনার কারণে এবার কোনো বিরতি ছাড়াই শুরু হয়েছে নতুন মৌসুমের খেলা। ফলে অধিকাংশ দল প্রায়ই পূর্ণ স্কোয়াড নামাতে পারছে না। রিয়াল মাদ্রিদে এক মৌসুম পর স্কোয়াডের সবাই সুস্থ, এমন এক তথ্য বাতাসে উড়ছিল। এইবার ম্যাচের স্কোয়াড ঘোষণার আগে জিনেদিন জিদান জানিয়ে দিলেন এডেন হ্যাজার্ড এখনো ম্যাচ ফিট নন। পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন ইসকো, ওদিকে পেটের অসুস্থতা ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে!

প্রতিপক্ষ এইবারও ভালো অবস্থায় নেই। চোটের কারণে পূর্ণ স্কোয়াড পাচ্ছেন না কোচ হোসে লুইস মেন্দিলিবার। তাই ক্লাবের একাডেমি ও দ্বিতীয় দল থেকে খেলোয়াড় এনে ম্যাচ স্কোয়াড সম্পূর্ণ করতে হচ্ছে তাঁকে। সে সুবাদে দলে ডাক পেয়েছেন এক ফরোয়ার্ড। লা লিগায় এখনো পাঁচ বদলির নিয়ম চালু আছে। ফলে ম্যাচে গোলের আশায় তাঁকে নামাতেই পারেন কোচ মেন্দিলিবার। নামের প্রথমাংশটা সহজ, উনাই। কিন্তু স্প্যানিশ রীতিতে তো খেলোয়াড়ের পারিবারিক নাম নিয়েই ডাকতে হয়। আর সেটা উচ্চারণ করতে গেলেই বিপদে পড়ে যাবেন ধারাভাষ্যকারেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও