পাকিস্তান প্রকৃত ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করছে: কাশ্মীর পিপলস পার্টি
ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির (ইউকেপিএনপি) কেন্দ্রীয় মুখপাত্র নাসির আজিজ খান বেসরকারী এনজিও ইইউ ডিসিনফো ল্যাবের একটি প্রতিবেদনের নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন, এই প্রতিবেদনের মাধ্যমে পাকিস্তান বাস্তব ইস্যু থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করছে।
তিনি বলেন, এই ইইউ ডিসিনফো ল্যাব একটি বেসরকারী এনজিও। এর সঙ্গে ইউরোপীয় সংসদ, ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। এই প্রতিবেদনের অনুসন্ধানগুলো অতিরঞ্জিতকরে পাকিস্তানে উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনের তথ্যকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ব্যবহারও করেছেন। তিনি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) কর্মী ডাঃ শবির চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে তারা একটি বিরাট কেলেঙ্কারির রহস্য উন্মচন করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.