![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F0010e501-f335-4787-955e-61fb9be1a89c%252FBridge.png%3Frect%3D0%252C19%252C749%252C393%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
ভাঙা কাঠের নড়বড়ে একটি সাঁকো। পাটাতনের অনেক অংশে কাঠ ভেঙে গেছে। ১২টি নড়বড়ে খুঁটিতে সাঁকোটি দাঁড়িয়ে আছে। কেউ সাঁকো দিয়ে পার হতে গেলে সাঁকোটি দুলে ওঠে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ১১ গ্রামের মানুষ এই সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সাঁকোটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের সিংগুয়ারপাড়-মির্জাবাজারে সিংগুয়ার নদের ওপর। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি পাকা সেতু নির্মাণের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ
- সেতু
- রাস্তা পারাপার