You have reached your daily news limit

Please log in to continue


নিজ উদ্যোগেই রাস্তা নির্মাণ শুরু করলেন কৃষকরা

নওগাঁর রানীনগরে কৃষকরা স্বেচ্ছাশ্রমে আতাইকুলা গ্রামের বিশ্ববাঁধের তজের মোড় থেকে বিলমনছুর মাঠের বড়ধর খাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ করা শুরু করেছেন। রানীনগর উপজেলার সবচেয়ে বড় মাঠ ‘বিলমনছুর’। এ মাঠে আবাদি জমি রয়েছে প্রায় দুই হাজার বিঘা। কিন্তু মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসার মতো কোনো রাস্তা নেই। যার ফলে মাঠ থেকে ফসল বাড়ি নিয়ে আসতে কৃষকদের যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি উৎপাদন খরচও হয় বেশি। এ অবস্থা থেকে রক্ষা পেতে বিভিন্ন মহলে বছরের পর বছর ঘুরেছেন কৃষকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন