নীলফামারীর সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার ৬২ বছর পর এই প্রথম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন একজন নারী প্রার্থী। তিনি হলেন সাবেক মেয়র আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান বেবী। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি।
আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুতে তার স্ত্রী বেবীকে প্রার্থী করতে স্থানীয় নেতারা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। সে অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালে তিনি মনোনয়ন দেন। ফলে প্রার্থী নিয়ে দলের মাঝে যে টানাপড়েন ছিল তা এখন আর নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.