তরঙ্গ নবায়নে ভ্যাটের টাকা দিতেই হচ্ছে রবিকে
মোবাইল ফোন অপারেটর রবির তরঙ্গ (স্পেকট্রাম) নবায়নের আগে ফের সামনে চলে এসেছে বহুল আলোচিত ভ্যাট ইস্যু। রবির সঙ্গে একীভূত হওয়ার পর এয়ারটেলের নামে বরাদ্দকৃত স্পেকট্রামের (তরঙ্গ) মেয়াদ শেষ হওয়ার পর আজ তা নবায়ন হওয়ার কথা। এই ফির ওপর ১৫ শতাংশ হিসেবে প্রায় ৪৬০ কোটি টাকা ভ্যাট পরিশোধ হওয়ার কথা।
মন্ত্রণালয়ের নির্দেশনায় রবিকে ভ্যাটের অর্থ পরিশোধের জন্য চিঠিও পাঠিয়েছে তরঙ্গ নবায়নকারী প্রতিষ্ঠান বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। শেষ পর্যন্ত ভ্যাটের অর্থ পরিশোধে বিটিআরসির সঙ্গে রবির সমঝোতা হয়েছে। গত বৃহস্পতিবার হওয়া সমঝোতা অনুযায়ী, রবি বিটিআরসিকে ফি প্রদানকালে ভ্যাটের অর্থ পরিশোধ করবে। তবে ঐ অর্থ বিটিআরসির কাছেই থাকবে। আইনি সমাধান কিংবা এনবিআরের সঙ্গে সমঝোতা হওয়ার পরই কেবল এ অর্থ এনবিআরকে দেবে বিটিআরসি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে