সৈয়দা জোহরা তাজউদ্দীন: মাকে নিয়ে যত স্মৃতি

প্রথম আলো সিমিন হোসেন রিমি প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৬:০০

বিশ্ব মানচিত্র, হাজার বছর আগের বিলুপ্ত কত সভ্যতার কথা, আকাশের তারা, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা, যার দূরত্ব প্রায় ২৫ লাখ আলোকবর্ষ। পিরামিডের কথা। মিসর, ব্যাবিলন এমন কত দেশ-শহরের নাম। দক্ষিণ আমেরিকার পেরুর গুহায় পাওয়া অজানা সভ্যতার কথা। স্রষ্টার বিশালত্ব।

মানবতার সাধনায় স্রষ্টার অস্তিত্ব অনুভব করা সম্ভব। এই পৃথিবীতে আমাদের আগমন তখনই অর্থপূর্ণ হয়, যখন আমরা পবিত্র অন্তরে মানব প্রেমে ব্রতী হই। গড় গড় করে বলে চলতেন বিজ্ঞানের আবিষ্কারের কাহিনি। বই যখন পড়তেন, মনে হতো মণিমুক্তা গাঁথছেন। ছড়িয়ে দেবেন আরও অনেকের মধ্যে। বাচিকশিল্পীর মতো মনের বাঁধন খুলে একের পর এক কবিতার ছন্দ তুলতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও