গাজীপুর সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য

ইত্তেফাক টঙ্গী প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৪:৫৫

টঙ্গীতে ঝুঁকিপূর্ণ বিপণি বিতান। গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসির) চূড়ান্ত পরিত্যক্ত ঘোষণা মানছে না বাজার কমিটির সভাপতিসহ দোকানিরা। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড টঙ্গী বাজারে অবস্থিত সোনাভান বিপণিবিতান মার্কেট ভবনটি প্রযুক্তিগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলার লক্ষ্যে ইতিপূর্বে পরিত্যক্ত ঘোষণা করেছে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ দিকে মার্কেটের শতাধিক দোকান থেকে মোটা অংকের টাকা নিয়ে মার্কেট কমিটির সভাপতি হানিফ মিয়া জিসিসির নোটিশ অবমাননা করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও দোকানিরা জানান, কয়েক বছর ধরে টঙ্গী বাজারের সবচেয়ে বড় এই পাইকারি মার্কেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেটটিতে শত শত লোকের আনাগোনা থাকে। তাতে যে কোনো সময় এটি ধসে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও