You have reached your daily news limit

Please log in to continue


স্বপ্নদ্রষ্টা এক মানুষ

কিংবদন্তিতুল্য স্যার ফজলে হাসান আবেদ এক বছর আগে আমাদের মধ্য থেকে না-ফেরার দেশে চলে গেছেন। পরিণত বয়সে গেছেন তিনি, আশির ঊর্ধ্বে বয়স হয়েছিল। কিন্তু বহু মানুষের চেয়ে তিনি ছিলেন অন্য রকম। তাঁর জন্ম হয়েছিল সিলেটের একটি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, যেখানে শিক্ষার ঐতিহ্য ছিল, লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন এবং তত্কালীন পাকিস্তানে পড়াশোনা শেষে লন্ডন থেকে বিদেশী ডিগ্রিও অর্জন করেছিলেন। কর্মজীবন শুরু করেছিলেন একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে, কিন্তু এর মধ্যে শুরু হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। তিনি তখন লন্ডনে অবস্থান করছিলেন। বলতে গেলে সবকিছু ত্যাগ করে নিজের যেটুকু সঞ্চয় ছিল, তা নিয়ে নিজের বন্ধুবান্ধবকে যুক্ত করে স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহে নেমেছিলেন। তাঁর সঙ্গে আরো কয়েকজন প্রবাসীও যুক্ত হয়েছিলেন। অনেকেই জানেন না, পাকিস্তানি হানাদার বাহিনীর একটি জাহাজ উড়িয়ে দেয়ার পেছনে মুক্তিসেনাদের যে অবদান ছিল, তার অর্থ সংগ্রহের পেছনে ছিলেন ফজলে হাসান আবেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন