ফতুল্লায় এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি এবং বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার বক্তাবলীর ছমিরনগরে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তাবলী পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি মো. মোকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।