![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/12/online/facebook-thumbnails/dumuria-samakal-5fde2929525d9.jpg)
জনপদে কালোমুখো হনুমান
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর এলাকায় শনিবার দুপুরে হঠাৎ বিরল প্রজাতির তিনটি কালোমুখো হনুমানের দেখা মেলে। স্থানীয়রা মনে করছেন, হনুমান তিনটি খাদ্যের অভাবে যশোরের কেশবপুর উপজেলা থেকে দলছুট হয়ে তাদের এলাকায় এসেছে।
শনিবার হনুমানগুলো খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার চুকনগর বাজার এলাকার পাশে বিভিন্ন গাছে, আবার কখনও স্থানীয়দের বাড়ির ছাদে কিংবা প্রাচীরের ওপর উঠে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা হনুমানগুলোকে কলা, বিস্কুটসহ বিভিন্ন খাবার খেতে দিচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জনপদ
- হনুমান
- বিরল প্রজাতি