গরিব দেশগুলো ভ্যাকসিন পাবে আগামী বছরের শুরুতে: ডব্লিউএইচও

বাংলা ট্রিবিউন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৬

বিশ্বজুড়ে একাধিক কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো দেশ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে এবং বিতরণ শুরু করেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানালো, গরিব দেশগুলো আগামী বছরের শুরু থেকেই কোভিড ভ্যাকসিন পাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

ব্রিটেন ফাইজারের টিকা এবং আমেরিকা ফাইজার ও মডার্নার টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই টিকার উৎপাদন আগামী দিনে আরও বেশি হবে। কিন্তু ডব্লিউএইচও- এর পক্ষ থেকে যে ভ্যাকসিন মজুত করা হয়েছে সেগুলোর মধ্যে এই দুটি নেই। তবে এই দুই কোম্পানির সঙ্গে কথা চলছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও এবং তার সহযোগী গ্যাভি ভ্যাকসিন আলায়েন্স ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সেপি) ইতোমধ্যেই তাদের কোভ্যাক্স ফেসিলিটিতে প্রায় ২ কোটি ভ্যাকসিন মজুত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও