![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fecbff803-9559-442e-939d-9c1727774108%252F131261818_218529246578277_6447622563470169881_o.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C567%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দাদার জন্য কাঁদছে লুবাবা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ২০:০৬
দাদার ক্যানসার। শুনে চিৎকার করে কান্না করেছে লুবাবা। অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা কান্না শেষ করেনি। কীভাবে দাদাকে বাঁচানো যায়, সেই তথ্য খুঁজে যাচ্ছে অনলাইনে। দাদাকে সুস্থ করে তুলতে কী কী করতে হবে, অনলাইন হাতড়ে এর একটি তালিকা প্রস্তুত করেছে ৯ বছরের লুবাবা।
১৫ ডিসেম্বর আবদুল কাদেরের ক্যানসারের খবর নিশ্চিত করেন চিকিৎসকেরা। লুবাবা তখন হোটেলে। দাদাকে হাসপাতালে দেখে সে কাঁদবে, সে কারণে তাকে হোটেলে রেখে যাওয়া হয়। কিন্তু হোটেলেও দাদার জন্য অস্থির ছিল লুবাবার মন। বিষণ্ন মুখে মাকে হোটেলকক্ষে ঢুকতে দেখে ছুটে গিয়ে সে জিজ্ঞাসা করে, দাদার কী হয়েছে! কিছুটা সময় নিয়ে মা তাকে জানায়, দাদুর ক্যানসার।
- ট্যাগ:
- বিনোদন
- ক্যানসার
- দাদি-নাতি
- আবদুল কাদের