গাজীপুরে মেশিনের রোলারের আঘাতে ঝাড়ুদার নিহত
গাজীপুরে রিওয়ান্ডার মেশিনের রোলারের আঘাতে পেপার কারখানার এক কর্মী নিহত হয়েছেন। তার নাম দুলাল মিয়া (৫৬)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব খিলপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই জাহিদুর রহমান জানান, ঝাড়ুদারের পদে চাকরি করতেন দুলাল মিয়া।